
ছবি: সংগৃহীত
ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী মহুয়া ট্রেনের ইঞ্জিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহ বিভাগের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইরে পৌঁছলে ঢাকা থেকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে এই অগ্নিকাণ্ড ঘটে।
স্টেশন সূত্রে জানা গেছে, সাতখামার স্টেশনে পৌঁছার একটু আগে ট্রেনের ইঞ্জিন থেকে হঠাৎ ধোঁয়া উঠতে শুরু করে, যা দ্রুত আগুনে রূপ নেয়। পুরো বগিতে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ইঞ্জিনে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে চিৎকার করে সাহায্য চাইতে থাকেন। যাত্রীদের কেউ কেউ চিৎকার করে বলছিলেন, ‘ভাই, পানি দেন, আমাদের বাঁচান।’
আগুন লাাগর পর সাতখামাইর এলাকায় সাময়িকভাবে রেল চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ঢাকা থেকে কোনো ট্রেন ময়মনসিংহ বিভাগে যেতে পারছে না।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, ‘ফায়ার ফাইটার বেলাল আহমেদের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
মোস্তফা কামাল প্রধান/রাকিব