ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

সড়ক দুর্ঘটনা কমাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেন করার দাবি

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম

প্রকাশিত: ১৪:১৩, ৩ এপ্রিল ২০২৫

সড়ক দুর্ঘটনা কমাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেন করার দাবি

ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনা কমাতে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়ক চার লেন করার দাবি জানানো হয়েছে।  বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার কমলমুন্সির হাট এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে দাবি উঠে।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়তে ইসলামী পটিয়া উপজেলার শাখার আমীর জসিম উদ্দিন, পটিয়া পৌরসভা শাখার আমীর সেলিম উদ্দিন, উপজেলা জামায়াতের এসিস্টেন্ট সেক্রেটারি নজরুল ইসলাম, কচুয়াই উন্নয়ন ফোরামের সভাপতি এডভোকেট ওমর ফারুক।

বক্তারা বলেন, সাম্প্রদায়িক সময়ে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের পটিয়াসহ বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ছাড়াও অসংখ্য লোক পঙ্গু হয়েছে। ঈদের তৃতীয় দিন সড়কের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ১০জন নিহত হয়েছেন।

একই ঘটনায় আরো অনেক আহত হন। দুর্ঘটনা কমাতে হলে মহা সড়কে ট্রাকে করে লবণ পরিবহন বন্ধ, বাঁক সোজাকরণ, ঝুঁকিপুর্ণ পয়েন্টে গতিরোধক বাঁধসহ সড়কটি লেন করার দাবি জানান।

মানববন্ধনে জামায়াতের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষও অংশগ্রহণ করেন।

 

বিকাশ চৌধুরী/মেহেদী হাসান

×