ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

আমারে ফজু পাগলা বলে কেন, আমি কি একটাও মিছা কথা কইছিলাম?: ফজলুর রহমান

প্রকাশিত: ১৩:০৩, ৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১৩:৫০, ৩ এপ্রিল ২০২৫

আমারে ফজু পাগলা বলে কেন, আমি কি একটাও মিছা কথা কইছিলাম?: ফজলুর রহমান

ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের ইটনায় স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী ও পথসভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান জামায়াত ইসলামকে উদ্দেশ্য করে মুক্তিযুদ্ধ এবং এর সঙ্গে সম্পর্কিত কিছু বিষয় নিয়ে মন্তব্য করেছেন।

তিনি বলেন, "মুক্তিযুদ্ধ কোনদিন ভুলবো না। ত্রিশ লাখ মানুষ মরেছে, দুই লাখ মা বোনের ইজ্জত গেছে, সোনার বাংলা পুড়ে ছারখার হয়ে গেছে। হাজারো পরিবার সন্তানহারা হয়েছে, কত মা বিধবা হয়েছে। এমনকি, পিতাহারা সন্তানও হয়েছে। সেই মুক্তিযুদ্ধ ভুলে যেতে পারি না।"

ফজলুর রহমান জামায়াত ইসলামের নেতাদের দিকে ইঙ্গিত করে আরও বলেন, জামায়াত ইসলামের আমির ড. শফিকুর রহমান, যিনি সাদা দাঁড়ি এবং সুন্দর চেহারার অধিকারী, তাকে আমি জিজ্ঞাসা করতে চাই, আমি কি মিথ্যা বলছি? তাহলে কেন আমার বিরুদ্ধে শিবিরের কর্মীরা এত আপত্তি তুলছে? কেন আমাকে 'ফজু পাগলা' বলে সম্বোধন করা হচ্ছে? ইসলামে 'ফজু পাগলা' বললে তা মহাপাপ হবে এবং সে ক্ষেত্রে তার তওবা করা উচিত।"

তথ্যসূত্রঃ https://youtu.be/ez-b8GWgpN4?si=tfdOnH7mABTY4b6K

 

মারিয়া

×