ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

চলন্ত ট্রেনে হঠাৎ আগুন! ঢাকা-ময়মনসিংহ রুটে বন্ধ ট্রেন চলাচল

প্রকাশিত: ১২:৫২, ৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১২:৫৪, ৩ এপ্রিল ২০২৫

চলন্ত ট্রেনে হঠাৎ আগুন! ঢাকা-ময়মনসিংহ রুটে বন্ধ ট্রেন চলাচল

ছবি সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় ঢাকাগামী মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে ট্রেনের পাওয়ার কারে আগুন লাগার কারণে ঢাকার সঙ্গে ময়মনসিংহ বিভাগের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

রেলস্টেশন সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে, এবং স্টেশনের কর্মীরাও আগুন নেভাতে কাজ করছেন। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে ময়মনসিংহ, নেত্রকোনা ও মোহনগঞ্জের ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর দ্রুততম সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হবে।

আশিক

×