
ছবিঃ সংগৃহীত
সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সম্প্রতি 'দ্বিতীয় স্বাধীনতা' নিয়ে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, "দ্বিতীয় স্বাধীনতা আসলে আক্ষরিক অর্থে নয়, এটি কবিতা বা অ্যালেগরি। এর অর্থ হল, মুক্তিযুদ্ধ কেন হয়েছিলো? মুক্তিযুদ্ধ হয়েছিলো যাতে আমরা আমাদের দেশ স্বাধীনভাবে চালাতে পারি, আমাদের মতো করে, যাতে আমাদের দেশ অন্য কেউ চালাতে না পারে। কিন্তু গত ১৫ বছরে মানুষের মনে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি আসলেই বাংলাদেশের মতো চলছে, না অন্য কেউ চালাচ্ছে?"
ফারুকী বলেন, "২০১৩ সালের নির্বাচনে সুজাতা সিং যখন এরশাদকে বলেছিলেন, ‘তোমাকে নির্বাচন করতে হবে, এর মানে কী? আমরা কি বাংলাদেশ থেকে গিয়ে রাহুল গান্ধীকে বলি, ‘তোমাকে নির্বাচনে আসতে হবে?’ আপনি দেশে এসে কিছু বিষয় সম্পূর্ণরূপে সঁপে দিয়েছিলেন। বিদেশী মন্ত্রীও বক্তৃতা দিয়েছেন যে, ‘আমি মোদীজিকে বলেছি, আওয়ামী লীগকে যেন ক্ষমতায় রাখে।’ এছাড়া ওবায়দুল কাদেরও বলেছেন, তলে তলে সব কিছু হয়ে গেছে। আপনি দেশ চালাচ্ছিলেন না, অন্য কেউ চালাচ্ছিল। এটি মুক্তিযুদ্ধের পুরোপুরি কমপ্রোমাইজ।"
ফারুকী আরও বলেন, "যখন মুক্তিযুদ্ধকে সম্পূর্ণভাবে কমপ্রোমাইজ করা হয় এবং মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে কিছু বিক্রি করা হয়, তখন এটি প্রমাণিত হয় যে, বিষয়টি অসৎ উদ্দেশ্যে করা হচ্ছে। ২০২৪ সালের আগস্টে অভ্যুত্থানের মাধ্যমে মুক্তিযুদ্ধের নবায়ন হয়েছে।
এই বক্তব্যটি শেয়ার করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1ELSvnTDGe/
মারিয়া