ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

দ্বিতীয় স্বাধীনতার ব্যাখ্যা দিলেন মোস্তফা সরয়ার ফারুকী

প্রকাশিত: ১২:০০, ৩ এপ্রিল ২০২৫

দ্বিতীয় স্বাধীনতার ব্যাখ্যা দিলেন মোস্তফা সরয়ার ফারুকী

ছবিঃ সংগৃহীত

সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সম্প্রতি দ্বিতীয় স্বাধীনতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, "দ্বিতীয় স্বাধীনতা মানে কী? দ্বিতীয় স্বাধীনতা তো আক্ষরিক অর্থে নিলে হবে না, এটি কবিতা, এটি অ্যালিগরি। দ্বিতীয় স্বাধীনতা বা স্বাধীনতার নবায়ন বলতে, মুক্তিযুদ্ধ আসলে কেন হয়েছিলো? মুক্তিযুদ্ধ হয়েছিলো আমার দেশ আমি চালাবো, আমার মতো করে; আমার দেশটা আরেকজন চালাবে না। কিন্তু গত ১৫ বছরে মানুষের মনে প্রশ্ন এসেছে, বাংলাদেশ কি বাংলাদেশ চালাচ্ছে, না অন্য কেউ চালাচ্ছে?"

তিনি আরও বলেন, "২০১৩ সালের নির্বাচনে সুজাতা সিং যখন এরশাদকে বলেছিলেন, ‘তোমাকে নির্বাচন করতে হবে’, এর মানে কী? আমরা কি বাংলাদেশ থেকে গিয়ে রাহুল গান্ধীকে বলি যে, ‘তোমাকে নির্বাচনে আসতে হবে?’ আপনি দেশটাকে এক্সপোজ করেছিলেন, কমপ্লিটলি কিছু জিনিস স্যারেন্ডার করেছেন। ফরেন মিনিস্টারও বক্তৃতা দিয়েছেন যে, ‘আমি মোদীজি কে বলে এসেছি, আওয়ামী লীগকে যেন ক্ষমতায় রাখে’। ওবায়দুল কাদেরও বলেছেন, তলে তলে সব হয়ে গেছে। আপনার দেশ আপনি চালাচ্ছিলেন না, চালাচ্ছিল অন্য কোনো দেশ। এটি মুক্তিযুদ্ধের পূর্ণ কমপ্রোমাইজ।"

ফারুকী আরও উল্লেখ করেন, "যখন মুক্তিযুদ্ধকে সম্পূর্ণভাবে কমপ্রোমাইজ করা হয় এবং আবার মুক্তিযুদ্ধের বড়ি বিক্রি করা হয়, পক্ষের শক্তির বড়ি, তখন এটি প্রমাণিত হয় যে, কাজটি অসৎ উদ্দেশ্যে করা হচ্ছে। ২০২৪ সালের আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের নবায়ন হয়েছে।"

এই বক্তব্যটি শেয়ার করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1ELSvnTDGe/

মারিয়া

×