ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন টিউলিপ সিদ্দিক

প্রকাশিত: ১১:৩২, ৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১১:৩৩, ৩ এপ্রিল ২০২৫

দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক

বাংলাদেশে দুর্নীতির অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তদন্তের মুখোমুখি হলে তার আইনজীবীরা প্রস্তুত বলে জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও লন্ডনের সাবেক এমপি টিউলিপ সিদ্দিক।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আপনারা আমার আইনজীবীদের পাঠানো চিঠি দেখুন এবং সিদ্ধান্ত নিন যে আমার বিরুদ্ধে আসলে কোনো প্রশ্ন রয়েছে কি না… বাংলাদেশি কর্তৃপক্ষ একবারও আমার সঙ্গে যোগাযোগ করেনি, আমি তাদের বক্তব্যের অপেক্ষায় আছি।"

চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে একাধিক দুর্নীতির তদন্তে নাম আসার পর ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ব্রিটিশ লেবার পার্টির এই এমপি। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তিনি বরাবরই অস্বীকার করে আসছেন।

প্রথমবারের মতো পদত্যাগের পর প্রকাশ্যে বক্তব্য দিতে গিয়ে টিউলিপ সিদ্দিক বলেন, "মাসের পর মাস আমার বিরুদ্ধে অভিযোগ শোনা যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ আমাকে আনুষ্ঠানিকভাবে কিছু জিজ্ঞেস করেনি।"

গত মাসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "টিউলিপ সিদ্দিক বাংলাদেশে সম্পদ রেখে গেছেন এবং তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে।"

 

আশিক

×