
ছবি : সংগৃহীত
পাল্টা শুল্ক নীতির অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর আমদানি শুল্ক বাড়িয়েছেন। এ বিষয়ে বৃহস্পতিবার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে প্রতিক্রিয়া জানান।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক পুনর্বিবেচনা করছে। জাতীয় রাজস্ব বোর্ড দ্রুত যুক্তিসঙ্গত শুল্ক কাঠামো নির্ধারণের জন্য সম্ভাব্য বিকল্পগুলো খতিয়ে দেখছে। শফিকুল আলম আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র ও বৃহত্তম রপ্তানি বাজার। ট্রাম্প প্রশাসনের সময় থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে বাংলাদেশ কাজ করে আসছে। তিনি আশা প্রকাশ করেন, মার্কিন সরকারের সঙ্গে চলমান আলোচনা শুল্ক সংক্রান্ত ইস্যু সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, গত বুধবার বাংলাদেশি পণ্যে শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র। পাল্টা শুল্ক নীতির অংশ হিসেবে বাংলাদেশি পণ্যে এই আমদানি কর আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আঁখি