ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

খলিলুর রহমান

সেভেন সিস্টারস নিয়ে ড. ইউনূসের বক্তব্য সৎ উদ্দেশ্যে দেওয়া, কেউ ভুল ব্যাখ্যা করলে সেটার দায় আমাদের না

প্রকাশিত: ১০:২২, ৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১০:২৩, ৩ এপ্রিল ২০২৫

সেভেন সিস্টারস নিয়ে ড. ইউনূসের বক্তব্য সৎ উদ্দেশ্যে দেওয়া, কেউ ভুল ব্যাখ্যা করলে সেটার দায় আমাদের না

ছবিঃ সংগৃহীত

একটি সংবাদ সম্মেলনে ড. খলিলুর রহমান বলেন, "ড. মো. ইউনূসের বক্তব্য ছিল সৎ উদ্দেশ্যে, এবং যদি এর কোনো ভুল ব্যাখ্যা করা হয়, তাহলে তা আমাদের পক্ষে ঠেকানো সম্ভব নয়।" তিনি আরও যোগ করেন, "আমরা শুধু এটুকু বলতে পারি, আমরা কানেক্টিভিটি এবং ইক্যুইটেবল বেনিফিট প্রদানে আগ্রহী, কেউ গ্রহণ করলে ভালো, না নিলে নেবেন না।"

ড. ইউনূসের চীন সফর সম্পর্কে তিনি বলেন, "ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ওপর এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।"

এছাড়া, প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূস বিমসটেক সম্মেলনে অংশগ্রহণের জন্য যাবেন এবং সেখানে বিভিন্ন পক্ষের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা করার চেষ্টা করবেন। সম্মেলনের শেষ দিনে, তিনি বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন বলে জানানো হয়েছে।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/12Hf3MobcMC/

মারিয়া

×