ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

দিল্লিতে বসে যত ষড়যন্ত্র করুক ফ্যাসিবাদী খুনিদের বিচার করবোই: অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত: ০৯:৫৫, ৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১০:০০, ৩ এপ্রিল ২০২৫

দিল্লিতে বসে যত ষড়যন্ত্র করুক ফ্যাসিবাদী খুনিদের বিচার করবোই: অ্যাটর্নি জেনারেল

ছবি : সংগৃহীত


ঝিনাইদহের শৈলকুপায় জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের এক অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন আসাদুজ্জামান বুধবার (২ এপ্রিল) এক বিতর্কিত বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে "দেশবিরোধী গভীর ষড়যন্ত্র" চালাচ্ছেন। তার এই বক্তব্যে বলা হয়, "ফ্যাসিবাদী খুনিদের বিচার অবশ্যই করা হবে, দিল্লিতে বসে কোনো ষড়যন্ত্রই এই বিচার প্রক্রিয়া থামাতে পারবে না।"  

 

 


অ্যাটর্নি জেনারেল জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করে বলেন, "যাদের রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, তাদের রক্তের ঋণ শোধ করতে হবে।" তিনি দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান। এই বক্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকরা বর্তমান সরকারের কঠোর অবস্থানের প্রতিফলন হিসেবে দেখছেন, যা বিদেশে অবস্থানরত বিরোধী নেতৃত্বকে সতর্কবার্তা হিসেবে পাঠানো হয়েছে বলে মনে করা হচ্ছে।  

 

 


এই বক্তব্য দেশের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন করে উত্তাপ সৃষ্টি করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সরকারপক্ষের বক্তব্য অনুযায়ী, আইনের শাসন প্রতিষ্ঠায় তাদের অবস্থান দৃঢ়। তবে বিরোধী মহল এই মন্তব্যকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছে। অ্যাটর্নি জেনারেলের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আগামী দিনগুলোতে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সূত্র:https://youtu.be/UcKFpaFOgyw?si=z3npjmMaID9TOIPl

আঁখি

×