ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

সংস্কার ছাড়া নির্বাচন হলে আন্দোলন হবে: আখতার হোসেন

প্রকাশিত: ০৯:৫১, ৩ এপ্রিল ২০২৫

সংস্কার ছাড়া নির্বাচন হলে আন্দোলন হবে: আখতার হোসেন

ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই নিবন্ধনের জন্য আবেদন করবে। একই সাথে, দলটি গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনে একক প্রার্থী দেবে বলে জানানো হয়েছে। এনসিপির সদস্যসচিব আখতার হোসেন জানিয়েছেন, নির্বাচন কমিশনে দলটির আবেদন ও মার্কার জন্য প্রস্তুতি শেষের পথে এবং উচ্চ আদালতের রায়ের আলোকে কমিশনে আবেদন জমা পড়বে।

এনসিপি জানায়, তারা সব আসনেই প্রার্থী দেবে। নির্বাচন কমিশনে নিবন্ধিত হওয়ার জন্য যে শর্তগুলো রয়েছে, যেমন ২১টি জেলায় জেলা কমিটি এবং অফিস থাকা, ১০০টি উপজেলায় উপজেলা কমিটি এবং অফিস থাকার বাধ্যবাধকতা—এগুলো খুব অল্প সময়ের মধ্যে তারা পূরণ করতে পারবে। তাই যত দ্রুত সম্ভব নিবন্ধনের জন্য আবেদন করতে তারা প্রস্তুত।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন আরও জানান, দলটি সদ্য যাত্রা শুরু করেছে, তবে তাদের যাত্রায় গণমানুষের ব্যাপক সমর্থন রয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, "স্বল্প ও মধ্যমেয়াদী সংস্কার ছাড়া নির্বাচনের চেষ্টা করলে আন্দোলন গড়ে তুলবে এনসিপি।" এছাড়া, তিনি দাবি করেছেন যে, গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন একসাথে করার জন্য সরকারকে চাপে রাখতে হবে এবং সরকারের কাছে সংস্কার ও বিচারের দৃশ্যমানতা দাবি করবে দলটি।

এনসিপি আরও জানায়, যদি সরকার সংস্কার ছাড়াই নির্বাচন আয়োজনের চেষ্টা করে এবং চাপের মুখে দেশকে ছেড়ে দিতে হয়, তবে তারা অবশ্যই জনগণকে সাথে নিয়ে আন্দোলন করবে।

তথ্যসূত্রঃhttps://www.facebook.com/share/v/16NqdPE3vB/

মারিয়া

×