ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ০৯:৩৫, ৩ এপ্রিল ২০২৫; আপডেট: ০৯:৩৫, ৩ এপ্রিল ২০২৫

বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশ্যে  ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত

ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশে রওনা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রা করেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

 

  
ড. ইউনূস সম্মেলনের প্রথম দিনে ইয়ুথ কনফারেন্সে অংশগ্রহণ করবেন। দ্বিতীয় দিনে তিনি মূল সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে জানা গেছে। 


বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার ও থাইল্যান্ড - এই সাত দেশ নিয়ে গঠিত আঞ্চলিক জোট বিমসটেকের এবারের সম্মেলনটি বিশেষ গুরুত্ব বহন করছে। বাণিজ্য, বিনিয়োগ, পরিবহন ও সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে এ সম্মেলনে। প্রধান উপদেষ্টার এই সফরে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের সম্ভাবনা তৈরি হয়েছে।

আঁখি

×