ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই: এনসিপি

প্রকাশিত: ০৯:২২, ৩ এপ্রিল ২০২৫

বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই: এনসিপি

ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে না থাকার কারণে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির ও ঘোলাটে হয়ে উঠেছে বলে অভিযোগ করেছে। বুধবার এক বিবৃতিতে এ অভিযোগ তুলে বলা হয়, স্থানীয় পর্যায়ে বিএনপি এবং তার সহযোগী সংগঠনগুলোর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়মিত সংঘর্ষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা বাড়ছে।

এতে উল্লেখ করা হয়, ৩০ মার্চ লক্ষীপুরের রামগঞ্জে স্থানীয় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষের সময় হামলার শিকার হন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহিরের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা। এছাড়া, ২৪ মার্চ নোয়াখালীর হাতিয়ায় পথসভা ও জনসংযোগের সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের ওপর হামলা চালায়।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/193HEoi428/

মারিয়া

×