
ছবিঃ সংগৃহীত
প্রবাসী সাংবাদিক খালিদ মুহিউদ্দীন বলেছেন, এর আগের আমলে আমরা দেখেছি অজান্তে নয়, জেনে শুনেই শেখ হাসিনার নামের আগে ‘হযরত’ শব্দটি যুক্ত করেছিলেন তখনকার সংসদের হুইপ আবুদ সাঈদ আল মাহমুদ স্বপন।
৫ বছর আগে সমালোচনার মুখেও পিছু হটেননি তিনি; বলেছিলেন, ‘হযরত’ শব্দের বাংলা অর্থ: জনাব বা সম্মানিত। ‘হযরত’ অর্থ লর্ড বা প্রভু নয়। একজন মুসলমান আরেকজন মুসলমানকে ‘হযরত’ বলে ইজ্জত দিতেই পারে৷ সাবেক এই হুইপ কি কোন একটা সময় দাবি করে বসবেন, ‘হযরত হিজরত করেন ভারতে’?
রিফাত