ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

রাজনীতি শুরুর আগে ঈদ ছিল একরকম, রাজনীতি শুরুর পর ঈদটা হয়ে গেছে আরেকরকমঃ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

প্রকাশিত: ০১:২৬, ৩ এপ্রিল ২০২৫; আপডেট: ০১:২৭, ৩ এপ্রিল ২০২৫

রাজনীতি শুরুর আগে ঈদ ছিল একরকম, রাজনীতি শুরুর পর ঈদটা হয়ে গেছে আরেকরকমঃ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

ছবিঃ সংগৃহীত

ডিবিসি নিউজ চ্যানেল কর্তৃক আয়োজিত ‘ঈদের বিশেষ রাজকাহন’ অনুষ্ঠানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী তার শৈশবের ঈদের স্মৃতিচারণা করেন এবং রাজনীতির কারণে ঈদের পরিবর্তিত চিত্র তুলে ধরেন।

উপস্থাপক যখন তার পরিবারের বিষয়ে জানতে চান, তিনি বলেন, “আমরা তিন ভাই, এক বোন। আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল’ প্রফেসর ছিলেন, ঋষিতুল্য মানুষ। তিনি অনেক বই লিখেছেন, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিএম কলেজ, পলিটেকনিক ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। ছোটবেলায় আমরা ঈদ উদযাপন করতাম খুবই আনন্দঘন পরিবেশে। চারপাশের প্রতিবেশী, বন্ধু-বান্ধব সবাই মিলে সারাদিন ঘুরতাম। মধ্যবিত্ত পরিবার হওয়ায় আর্থিক সীমাবদ্ধতা ছিল, কিন্তু ঈদের আনন্দে তা কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। ঈদের দিনে আইসক্রিম খাওয়া, বিভিন্ন বাসায় গিয়ে সালাম করা এবং সালামির টাকায় মজার খাবার কেনা—এসব ছিল আমাদের ঈদের বিশেষ মুহূর্ত।”

তিনি আরও বলেন, “তখনকার ঈদগুলো ছিল একরকম, কারণ সামাজিক বন্ধন অনেক বেশি দৃঢ় ছিল। কিন্তু রাজনীতি শুরুর আগে ঈদ ছিল একরকম, রাজনীতি শুরুর পর ঈদটা হয়ে গেছে আরেকরকম

তিনি বলেন, গত ১৩ বছরে ২৬টি ঈদের মধ্যে ২২টি ঈদ আমি আমার নির্বাচনী আসনে, গ্রামে কাটিয়েছি। সেখানে গেলে স্বাভাবিকভাবেই বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, নেতাকর্মীদের নিয়ে ঈদ করতে হয়। যাকাতের কাপড় বিতরণ, নেতাকর্মীদের ছোটখাটো উপহার দেওয়া—এসব নিয়ে ব্যস্ত থাকতে হয়। এতে একটা উৎসবমুখর পরিবেশ থাকলেও নিজের মতো সময় কাটানোর সুযোগ থাকে না।”

সূত্রঃ https://www.facebook.com/watch/?v=995855772142187&rdid=EKCKAsgxuwvvhK8e

ইমরান

×