ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

বাংলাদেশ সবার— সবাইকে নিয়েই এগোবে: পিনাকী

প্রকাশিত: ০০:৫০, ৩ এপ্রিল ২০২৫

বাংলাদেশ সবার— সবাইকে নিয়েই এগোবে: পিনাকী

ছবি: সংগৃহীত

লেখক, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য জানিয়েছেন, তার মূল ফেসবুক পেইজ সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে এবং সেটি পুনরুদ্ধারের কাজ চলছে। এ অবস্থায় তিনি একটি বিকল্প পেইজ চালু করেছেন, যা তার দ্বিতীয় অফিশিয়াল পেইজ হিসেবে ব্যবহৃত হবে।

সম্প্রতি নিজের নতুন পেইজে দেওয়া এক স্ট্যাটাসে পিনাকী জানান, তিনি পরীক্ষামূলকভাবে একটি ইমেইল অ্যাড্রেস যুক্ত করেছেন, যাতে অনুসারীরা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তিনি বলেন, “অনেকে বলেন, ‘বাংলাদেশে কে আর ইমেইল করে!’ কিন্তু গত দুই দিনেই ২৫০-এর বেশি ইমেইল পেয়েছি, যেখানে ভালোবাসা, পরামর্শ, প্রস্তাব, অভিযোগ, এমনকি দারুণ সব আইডিয়া শেয়ার করেছেন অনেকে। এক ভদ্রলোক তো পুরো একটি এপিসোডের স্ক্রিপ্টই পাঠিয়ে দিয়েছেন!”

তিনি আরও বলেন, ইমেইলে শুধুমাত্র “হাই”, “হ্যালো” বা “দাদা পাশে আছি” ধরনের সংক্ষিপ্ত বার্তা না দিয়ে সুনির্দিষ্ট বিষয় উল্লেখ করলে তা তার ও তার টিমের জন্য সময় সাশ্রয়ী হবে এবং কাজের অগ্রগতি সহজ করবে। পরামর্শ, অনুরোধ বা অভিযোগ থাকলে বিস্তারিতভাবে লিখতে অনুরোধ করেন তিনি এবং আশ্বাস দেন যে, বাস্তবসম্মত প্রস্তাবগুলোর উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

তার বক্তব্যের শেষে তিনি বলেন, “বাংলাদেশ সবার— সবাইকে নিয়েই এগোবে। ইনকিলাব জিন্দাবাদ।”

এম.কে.

×