
ছবি: সংগৃহীত
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে ঠেকানোর সব ধরনের কৌশল প্রয়োগ করেও সফল হতে পারছে না ভারত। বিশেষজ্ঞদের মতে, গত আট মাসে তার দূরদর্শী নেতৃত্ব ও সাফল্যে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই আলোচনা চলছে।
বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ায় ভারত দীর্ঘদিন ধরে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে। বিশেষ করে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপের ওপর ভারতের দৃঢ় প্রভাব ছিল। কিন্তু ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ ভারতকে সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে বাধ্য করছে। এ কারণেই ভারত বাংলাদেশের ওপর কড়া নজরদারি চালাচ্ছে, যা একাধিকবার স্বীকারও করেছে ভারতের পররাষ্ট্র দপ্তর।
ড. ইউনূসের আন্তর্জাতিক লবিং শক্তিশালী। এশিয়া থেকে শুরু করে পশ্চিমা বিশ্ব ও ইউরোপেও তার গ্রহণযোগ্যতা ঈর্ষণীয় পর্যায়ে রয়েছে। একজন নোবেলজয়ী হিসেবে তিনি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে সমাদৃত। তরুণ রাজনৈতিক দল এনসিপি ইতোমধ্যে দাবি জানিয়েছে, ড. ইউনূসকে আরও দীর্ঘ সময়ের জন্য দায়িত্বে রাখা হোক। অনেক বিশ্লেষক মনে করছেন, যদি তার মেয়াদকাল বাড়ানো হয়, তবে দক্ষিণ এশিয়ায় ভারতের একচেটিয়া আধিপত্য টিকে থাকা কঠিন হবে।
বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদি হোয়াইট হাউসে গেলেও তেমন কোনো ইতিবাচক প্রতিক্রিয়া পাননি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মোদি বাংলাদেশ নিয়ে ট্রাম্পের কাছে অভিযোগ করলেও, তাতে কোনো সাড়া মেলেনি। অন্যদিকে, ইলন মাস্কের সঙ্গে ড. ইউনূস সরাসরি যোগাযোগ করে বাংলাদেশে তার ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন, যেখানে মাস্ক আগে ভারতকে অগ্রাধিকার দিতে চেয়েছিলেন। মাস্কের বাংলাদেশে বিনিয়োগের সিদ্ধান্তে ভারতীয় নীতিনির্ধারকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
ভারত ও চীনের সম্পর্ক বরাবরই জটিল। শেখ হাসিনার শাসনামলে ভারত বিশেষ সুবিধা পেলেও, ড. ইউনূস সরকার ভারতকে সমতার ভিত্তিতে রাখতে বাধ্য করছে। চীনও এই সুযোগে বাংলাদেশকে ঘনিষ্ঠভাবে সমর্থন দিচ্ছে এবং বিভিন্ন সহযোগিতার প্রতিশ্রুতি জানিয়েছে। ৫৩ বছর পর পাকিস্তানের পণ্যবাহী জাহাজগুলোও বাংলাদেশে আসা শুরু করেছে, যা অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন। এমনকি, ঈদের দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ড. ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
বিশ্লেষকদের মতে, ড. ইউনূসের আন্তর্জাতিক স্বীকৃতি এবং চীনের সমর্থন তাকে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত করেছে। পাকিস্তানের সঙ্গে সুসম্পর্কের মাধ্যমে তিনি আরও শক্তিশালী হচ্ছেন। মোদি সরকার বুঝতে পারছে, দক্ষিণ এশিয়ায় ভারতের একাধিপত্য নড়বড়ে হয়ে গেছে এবং এর মূল কারণ ড. ইউনূসের প্রভাবশালী ভূমিকাই।
ভিডিও দেখুন: https://youtu.be/qKdyjkgPlMI?si=f9rwI6QcnHbJIz3q