ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ছাত্র আন্দোলনে নিহত পরিবারের পাশে উপদেষ্টা ফারুক-ই-আজম

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি

প্রকাশিত: ২৩:৪৯, ২ এপ্রিল ২০২৫

ছাত্র আন্দোলনে নিহত পরিবারের পাশে উপদেষ্টা ফারুক-ই-আজম

ছবিঃ সংগৃহীত

বুধবার (২রা এপ্রিল) বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক) চট্টগ্রামের হাটহাজারীতে সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া দুই ব্যক্তির পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন। এ সময় সাথে ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান সহ অনেকে।

মঙ্গলবার বিকালে ও সন্ধ্যার দিকে তিনি হাটহাজারীতে নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন ও তাদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান এবং ঈদ উপহার সহ নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

উল্লেখ্য, এই দুজন ব্যক্তি সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হাটহাজারীতে নিহত হন। উপদেষ্টা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

ইমরান

×