
.
ঈদের লম্বা ছুটিÑ শহরের কোলাহল ছেড়ে কিছু সময় প্রকৃতির সান্নিধ্যে কাটাতে অরণ্য, সমুদ্র সৈকত কিংবা নদীর তীরে ছুটে যাচ্ছে মানুষ। চৈত্রের খরতাপে শীতল হাওয়ায় প্রাণ জুড়াতে কেউ কেউ যাচ্ছেন পাহাড়েও। জীবনের কাঠিনত্যা দূরে সরিয়ে সপরিবারে অথবা বন্ধু-বান্ধব মিলে বেরিয়ে পড়ছেন ঘর থেকে। এবারের ঈদে
সাপ্তাহিক ছুটি মিলে ৯ দিনের দীর্ঘ অফিস বন্ধ। তাই, ছুটির দিন থাকায় গত তিনদিনে দেশের বিভিন্ন পর্যটনগুলোতে মানুষের ভিড় ছিল দ্বিগুণ থেকে চারগুণ। সামনের কয়েকদিনও এমন চিত্র থাকবে বলে ধারণা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা, সংবাদদাতা ও পার্বত্যাঞ্চল প্রতিনিধির।
চট্টগ্রামের পর্যটন স্পটগুলোতে প্রচ- চাপ। পতেঙ্গা সমুদ্র সৈকত, পারকি, ফয়’স লেক, সীতাকু-ের গুলিয়াখালী, ইকো পার্ক, মীরসরাইয়ের মহামায়া লেকসহ সর্বত্রই হাজারো মানুষের ঢল। ঈদের দিন বিকেল থেকে শুরু করে কয়েকদিন ধরে যেন জন¯্রােত। সকল বয়সী মানুষ ছুটে চলেছেন ঈদের আনন্দকে আরও বর্ণিল করে তুলতে।
ঈদুল ফিতরের কারণে বন্দরনগরীর সড়কগুলো ফাঁকা। এখনো গ্রাম থেকে শহরে ফেরেনি মানুষ। কর্মব্যস্ততা নেই। কর্মস্থলগুলোতে সুনসান অবস্থা হলেও পর্যটন স্পটগুলো লোকে লোকারণ্য। একেবারে ঠাসা অবস্থা। বুধবারও পতেঙ্গা সমুদ্র সৈকতে হাজারো মানুষের ভিড়, যা চলতে থাকবে আগামী শুক্রবার পর্যন্ত। কারণ সকলে এখন রয়েছে ঈদের আনন্দে।
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা, ফয়স লেক ও আনোয়ারার পারকির চর পর্যটকদের অন্যতম আকর্ষণ।
মৌলভীবাজার ॥ ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটিতে প্রকৃতির অপরূপ লীলাভূমির খুঁজে হাজার হাজার পর্যটকদের উপচেপড়া ভিড় এখন মৌলভীবাজারে। ঈদের এই লম্বা ছুটিতে মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণপ্রেমীদের পদচারণায় মুখরিত। মৌলভীবাজার, শ্রীমঙ্গল, বড়লেখা, কুলাউড়া ও কমলগঞ্জের সবুজ পাহাড় চা বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকু- জলপ্রপাত, পরিকু- জলপ্রপাত, হামহাম জলপ্রপাত, মাধবপুর লেইক, বাইক্কাবিল, শ্রীমঙ্গলের নীলকণ্ঠের সাত রঙের চা, চা-গবেষণা কেন্দ্র, ৭১ বধ্যভূমি, হাকালুকি হাওড়, বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান সরণি, প্রায় আড়াইশ বছরের পুরানো খোজার মসজিদ, বর্ষিজোড়া ইকো পার্ক, সৈয়দ শাহ মোস্তফা (রা.) মাজার, সিতেশ বাবুর চিড়িয়াখানা, মাগুরছড়া খাসিয়াপুঞ্জি, মণিপুরী সম্প্রদায়, মণিপুরী ললিতকলা একাডেমি, মণিপুরী তাঁতের শাড়ি, উঁচু-নিচু পাহাড় টিলা তার মধ্যে সারি সারি আনারস ও লেবু বাগানসহ দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের আনাগোনা বাড়ছে।
কলাপাড়া, পটুয়াখালী ॥ ঈদের পরদিন সকাল থেকে কুয়াকাটায় পর্যটকের ঢল নেমেছে। সৈকতের শূন্য পয়েন্টের দুই দিকে তিন কিলোমিটার জুড়ে পর্যটকে পরিপূর্ণ হয়ে থাকছে। মঙ্গলবার সকাল থেকে কুয়াকাটামুখী পর্যটকের ঢল নামে। বুধবার পর্যন্ত এই ধারা অব্যাহত রয়েছে। আগতরা চৈত্রের তাপপ্রবাহ উপেক্ষা করে কুয়াকাটা সৈকতে ভিড় জমায়। সকাল থেকে বিকেল পর্যন্ত হাজার হাজার পর্যটক সাগরের লোনা পানিতে গোসলে মত্ত হয়ে পড়েন। প্রচ- তাপপ্রবাহ উপেক্ষা করে পর্যটকরা ভিড় করছেন কুয়াকাটায়। ঘণ্টার পর ঘণ্টা ধরে সাগরের ঢেউয়ের সঙ্গে মিতালী করে তারা উপভোগ্য সময় কাটান। সৈকতের বেলাভূমে ঘুরছেন তারা। কেউ বা ঘোড়ায় চড়ছেন। কেউবা মোটরসাইকেলে ঘুরছেন দীর্ঘ সৈকতের এ প্রান্ত থেকে ও প্রান্তে।