
ছবি: সংগৃহীত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর মডেল থানার সহ-মুখপাত্র তানিফা আহমেদ চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ (২ এপ্রিল) রাত ১০:৩০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির অন্যতম মুখপাত্র উমামা ফাতেমা।
উমামা ফাতেমা আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি ধাপে তানিফা আহমেদ সততা, নিষ্ঠা ও একনিষ্ঠতার সঙ্গে কাজ করে গেছেন। তার অকালে চলে যাওয়া সংগঠনের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি বলেন, "আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। আমিন।"
সায়মা ইসলাম