
ছবি: সংগৃহীত
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, দিল্লিতে বসে শেখ হাসিনার কোনো নসিহত বাংলাদেশের বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে পারবে না। তিনি বলেন, যত ষড়যন্ত্রই করা হোক না কেন, ফ্যাসিবাদের দোসর ও খুনীদের বিচার বাংলার মাটিতে হবেই।
বুধবার (২ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বাগুটিয়া গ্রামে জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, “জুলাই বিপ্লবে যেসব শহিদের রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, সেই রক্তের ঋণ পরিশোধ করতেই হবে। শেখ হাসিনা হেলিকপ্টারে ভারতে পালিয়ে যাওয়ার এক সপ্তাহ আগে তার আত্মীয়-স্বজনদের দেশ ছাড়ার সিগনাল দিয়েছিল। অথচ আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে বিপদে ফেলে হাসিনা ও তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে পালিয়েছে।”
দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ভারতের কলকাতায় বসে শেখ হাসিনা উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশে দাঙ্গা বাধানোর চেষ্টা করছে। কিন্তু আমরা শহিদ আবু সাইদ, শহিদ মুগ্ধ, শহিদ আনাসের রক্তের ওপর দাঁড়িয়ে শপথ নিয়েছি—বাংলার মাটিতে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার হবেই। প্রয়োজনে আমাদের জীবন দিতেও প্রস্তুত আছি। দেশকে পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত করবো।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষার্থী মহিদুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মেহাম্মদ নসরুল্লাহসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এম.কে.