ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

কুয়াকাটায় পর্যটকের পদচারণা আরো বেড়েছে, যানবাহন পার্কিংয়ে অব্যবস্থাপনা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ২১:৪৩, ২ এপ্রিল ২০২৫

কুয়াকাটায় পর্যটকের পদচারণা আরো বেড়েছে, যানবাহন পার্কিংয়ে অব্যবস্থাপনা

ছবি: সংগৃহীত

কুয়াকাটায় পর্যটকের ভিড় ক্রমশ বাড়ছে। আজ বুধবার পর্যটকের ভিড় ছিল লক্ষণীয়। গোটা সৈকত পর্যটকে ঠাসা ছিল। শুন্য পয়েন্ট থেকে পুবে-পশ্চিমে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। চৈত্রের তাপদাহ থেকে একটু স্বস্তির আশায় হাজারো পর্যটক প্রতিদিন সমুদ্রের লোনা পানিতে গোসলে মত্ত থাকেন। তারা সাগরের ঢেউয়ের সঙ্গে মিতালি করেন। উপভোগ্য সময় কাটাতে ভুলেন না। দুপুরের খাবারের পরেই আগত পর্যটকরা কুয়াকাটার আশপাশে মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ বিহার, গঙ্গামতি পর্যটন পল্লী, টেংরাগিরি বনাঞ্চল, লেম্বুর চর সৈকত, চরবিজয় সৈকত, শুটকি মার্কেট, রাখাইন পল্লীসহ বিভিন্ন দর্শনীয় স্পটে ঘুরে বেড়ান। সন্ধ্যার পরে অসংখ্য পর্যটক ফিশ ফ্রাই মার্কেটে সমুদ্রের তাজা মাছের ফ্রাই খেয়ে ভিন্ন স্বাদ নেন। এখানেই শেষ নয় আগত পর্যটকরা কলাপাড়ার পায়রা সমুদ্র বন্দর, সিক্স লেন সড়ক হয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং পায়রা ফাস্ট টার্মিনাল এলাকায় ঘুরে বেড়ান। 

ঈদের পরদিন থেকে পর্যটকের কুয়াকাটামুখী জনস্রোতে ব্যবসায়ীদের চোখেমুখে স্বস্তি দেখা গেছে। সকাল থেকে গভীর রাত অবধি চলে বেচাকেনা। সৈকতের ছাতা-বেঞ্চি ব্যবসায়ীরা সকাল থেকে রাত অবধি চুটিয়ে ব্যবসা করছেন। খাবার হোটেলেও পর্যটকের ভিড় রয়েছে। বিচ কেন্দ্রিক বাণিজ্যিক অর্ধশতাধিক ক্যামেরাম্যান এখন দিনভর ব্যস্ত সময় পার করছেন। তবে বরাবরের মতো খাবার হোটেলে গলাকাটা ব্যবসার এন্তার অভিযোগ রয়েছে। ভাড়াটে মোটরসাইকেল চালক ও অটোভ্যান, অটোবাইকেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ তুলেছেন বহু পর্যটক। এছাড়া এসব অভ্যন্তরীণ যানবাহনের চালকদের আচরণ নিয়েও বহু পর্যটক ক্ষোভ প্রকাশ করেন। বহুজনে পৌরসভা কর্তৃপক্ষের প্রতি উষ্মা প্রকাশ করেন। কিশোর বাইকারদের বেপরোয়া চলাচল নিয়ে পর্যটকরা উদ্বেগ প্রকাশ করেন।
কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন সভাপতি মোতালেব শরীফ জানান, গতকাল থেকে ৯০ ভাগ হোটেল মোটেলের অন্তত ৮০ ভাগ কক্ষে গেস্ট রয়েছে। তারকা মানের আবাসিক হোটেল খ্যান প্যালেসের পরিচালক রাসেল খান জানান, তাদের হোটেলে আগামি ৫ এপ্রিল পর্যন্ত শতভাগ বুকিং রয়েছে।

এদিকে কুয়াকাটা চৌরাস্তাসহ বিভিন্ন সড়কে বসা অস্থায়ী দোকানপাট বসানো হয়েছে। ভাড়াটে মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলে রাস্তা আটকে থাকায় আগত পর্যটকরা প্রচন্ড অসন্তোষ প্রকাশ করেছেন। বিচ ম্যানেজমেন্ট কমিটি কিংবা কুয়াকাটা পৌরসভা কর্তৃপক্ষ কার্যকর কোন পদক্ষেপ না নেওয়ায় এমন অবস্থা হয়েছে। তুলাতলীতে কুয়াকাটার নির্ধারিত প্রশস্থ বাসস্ট্যান্ড থাকলেও কুয়াকাটা সৈকত লাগোয়া বেড়িবাঁধসহ আশপাশ এলাকায় অসংখ্য বাস রাখা হয়। যাতে পর্যটকসহ সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। এখানে বাস পাকিং ঘিরে আবার চাঁদাবাজির ঘটনাও চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ ও মহিপুর থানা পুলিশের সকল প্রস্তুতি রয়েছে বলে জানালেন কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো রবিউল ইসলাম। 

আবীর

×