
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সম্প্রতি লন্ডন সফরে দেশের ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন। তিনি জানান, খেলাপি ঋণের লাগাম টানতে ব্যাংক খাতের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে এবং এখন সুশাসন প্রতিষ্ঠার দিকে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ডক্টর আহসান বলেন, "আমরা দুর্বৃত্তায়ন করা যে বোর্ডগুলো ছিল, সেগুলো ভেঙে দিয়েছি। এখন আমাদের লক্ষ্য শক্তিশালী গভর্নেন্স প্রতিষ্ঠা করা। যদি ব্যাংকের গভর্নেন্স ভালো হয় এবং বিনিয়োগগুলো ভালো হয়, তবে আমরা আশা করি এসব ব্যাংক আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।"
তিনি আরো জানান, কোনো ব্যাংক বন্ধ হবে না, তবে যেসব ব্যাংক কার্যকরভাবে কাজ করতে পারবে না, তাদের একীভূত করার পরিকল্পনা রয়েছে। নতুন ব্যাংকিং রেজুলিউশন অ্যাক্টের আওতায় এসব পদক্ষেপ গ্রহণ করা হবে।
এছাড়া, দেশের অর্থ পাচারের বিষয়ে গভর্নর বলেন, "আমরা এখন বিদেশে কী কী অ্যাসেট ট্রেসিং আছে, সেটা খুঁজে বের করার চেষ্টা করছি। পরবর্তীতে এসব অর্থ উদ্ধারের উদ্যোগ নেওয়া হবে।" তিনি নিশ্চিত করেছেন, ব্যাংক খাতের কোনও তথ্যই গোপন করা হবে না এবং সুশাসনের পথে অবিচল থেকে কাজ করা হবে।
এদিকে, বাংলাদেশ ব্যাংক জানায়, ২০২৪ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি টাকা, যা গত তিন মাসে ৬০ হাজার ৭৮৭ কোটি টাকা বেড়েছে। খেলাপি ঋণের লাগাম টানতে সুশাসন প্রতিষ্ঠা করার বিকল্প দেখছেন গভর্নর।
এ সব উদ্যোগগুলো সঠিকভাবে বাস্তবায়িত হলে, বাংলাদেশের অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: https://www.youtube.com/watch?v=LkafXULtUME
আবীর