
ছবিঃ সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলমের একটি মাফলার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। অনেকে দাবি করছেন, মাফলারটির দাম ৮৬ হাজার ৬০০ টাকা, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে, সরকারে যুক্ত হওয়ার পর জনগণের ট্যাক্সের টাকা ব্যবহার করে তিনি এই দামি মাফলার কিনেছেন।
ভাইরাল সেই মাফলার সম্পর্কে প্রেসসচিব শফিকুল আলমে বলেন, ‘মাফলারটা আমার স্ত্রীর বোন কানাডা থেকে নিয়ে আসছেন। যে দাম বলা হচ্ছে সেটির ধারেকাছেও না। তবে খুব সস্তাও না। এটা অনেক বছর ধরে ব্যবহার করে আসছি। যখন এটি নিয়ে আলোচনা শুরু হয় তখন লেভেলটা দেখেছি। এটি আমার পছন্দের একটি মাফলার। ’
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেসরকারি টেলিভিশন নিউজ২৪-এর বিশেষ অনুষ্ঠান ‘গল্পের ঈদ’-এ এই বিষয়ে কথা বলেন শফিকুল আলম। অনুষ্ঠানে তার স্ত্রী, শিক্ষিকা সাবিনা জাহান লুনাও উপস্থিত ছিলেন। সেখানে তারা তাদের ঈদের পরিকল্পনাও জানান।
ইমরান