ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ঈদের তৃতীয় দিনেও লঞ্চ ও ফেরিঘাটে ঘরমুখো মানুষের ভিড়

শহিদুল ইসলাম, রাজবাড়ী

প্রকাশিত: ২০:০৫, ২ এপ্রিল ২০২৫

ঈদের তৃতীয় দিনেও লঞ্চ ও ফেরিঘাটে ঘরমুখো মানুষের ভিড়

ছবি: সংগৃহীত

ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছে হাজারো মানুষ। বুধবার (২ এপ্রিল) সকাল থেকেই রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঘরমুখো যাত্রীদের ভিড় লক্ষ করা গেছে। ঈদের আগে যাত্রাপথে ভোগান্তির আশঙ্কায় যারা বাড়ি যাননি, তারা এখন স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রওনা হয়েছেন।

আজ সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত সরেজমিন দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, পাটুরিয়া থেকে একের পর এক লঞ্চ ও ফেরি যাত্রী নিয়ে ঘাটে ভিড়ছে। যাত্রীরা নেমে সরাসরি বাস, মাহেন্দ্র, অটোরিকশায় করে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। অন্যদিকে, রাজধানীমুখী যাত্রী ও যানবাহনের চাপ এখনও কম থাকায় ফেরিগুলো তুলনামূলক ফাঁকা অবস্থায় ফিরে যাচ্ছে।

ঢাকা থেকে আসা নাহিদ আহমেদ বলেন, "ঈদের আগের ভিড় এড়াতে আজ বাড়ি যাচ্ছি। ফরিদপুরে পরিবার নিয়ে কয়েকদিন কাটিয়ে শনিবার ঢাকায় ফিরবো, ইনশাআল্লাহ।"

আরেক যাত্রী আরিফুল ইসলাম বলেন, "প্রতি ঈদেই এই পথে যাতায়াত করি। আগে ঈদের আগে পাটুরিয়া ও পরে দৌলতদিয়ায় যানজট থাকতো, কিন্তু এবার সে অবস্থা নেই। লঞ্চঘাটে কিছুটা ভিড় থাকলেও ভোগান্তি নেই।"

আরেক যাত্রী রকিবুল ইসলাম বলেন, "ছোট বোনের বিয়ে তাই আজ আসলাম। বিয়ের কাজ সম্পন্ন করেই ঢাকায় ফিরবো। তবে যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তির যে আশঙ্কা করেছিলাম তা একেবারেই নেই। ভালোভাবেই ঢাকা থেকে আসলাম। আশা করছি এভাবেই ঢাকায় ফিরতে পারবো, ইনশাআল্লাহ।"

বিআইডব্লিউটিএ নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী সমন্বয় কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, "ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে ঘাট পর্যবেক্ষণে আছি। ঈদের তৃতীয় দিনেও ঘরমুখো মানুষের ভিড় রয়েছে। তবে এখনো কর্মমুখী যাত্রীর চাপ পড়েনি, যা আগামীকাল থেকে বাড়তে পারে।"

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাহউদ্দিন জানান, "এই রুটে ১৭টি ফেরি এবং ২২টি লঞ্চ নিরবচ্ছিন্নভাবে চলাচল করছে। এখনো কর্মমুখী যাত্রীদের চাপ নেই, তবে ঘরমুখো মানুষের আসা অব্যাহত রয়েছে।"

আবীর

×