
ছবি: সংগৃহীত
বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক পত্রিকা জনকণ্ঠ-এর নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া ফটোকার্ড দিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি, বাঁশখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষের মিথ্যা খবর প্রচারের মাধ্যমে এক শ্রেণির প্রতারক গুজব ছড়াচ্ছে বলে জানিয়েছে জনকণ্ঠ কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে জনকণ্ঠ সতর্কতা জারি করে জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের গুজবে বিভ্রান্ত না হয়ে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। পত্রিকা কর্তৃপক্ষ জানায়, জনকণ্ঠের একমাত্র অফিসিয়াল ও ভেরিফায়েড ফেসবুক পেজটি হলো https://www.facebook.com/dailyjanakanthabd/। এই পেজ ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে প্রচারিত কোনো তথ্যের জন্য তারা দায়ী থাকবে না।
এছাড়া, জনকণ্ঠ কর্তৃপক্ষ বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ীদের সতর্ক করে বলেছে, যারা পত্রিকার নাম ব্যবহার করে ভুয়া সংবাদ ছড়িয়ে সুনাম ক্ষুণ্ণ করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে, সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের জন্য জনকণ্ঠের অফিসিয়াল পেজ অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।
এম.কে.