
গেল জুলাই-আগস্ট এ ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে।
স্থানীয় সময় রবিবার লন্ডনে একটি ঈদের জামাতে নামাজ আদায় করতে দেখা যায় হাছান মাহমুদকে। লন্ডনের গ্যাংসহিল এলাকার আল-কালাম মসজিদে ঈদের নামাজ শেষে অনেকের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আর প্রকাশ্যে দেখা যায়নি আলোচিত নেতা হাছান মাহমুদকে। তিনি দেশে নেই- এমন গুঞ্জন ছিল। অনেকে বলতেন, তিনি বেলজিয়ামে চলে গেছেন। কারণ, সেদেশটির নাগরিক তিনি। তবে এই আট মাসে কোথাও তার উপস্থিতি কেউ নিশ্চিত করতে পারেনি।
ছড়িয়ে পড়া দুটি ছবির একটিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের সঙ্গে কোলাকুলি করতে দেখা যায় হাছান মাহমুদকে। আরেকটি ছবিতে হাছান মাহমুদের সঙ্গে সাংবাদিক সৈয়দ আনাস পাশা, আনাস পাশার ছেলে ও আইটিভির সাংবাদিক মাহাথির পাশাকে দেখা যায়। আরো দুই কিশোরকে ওই ছবিতে দেখা যায়।
ফুয়াদ