ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নিবেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ১৮:২৮, ২ এপ্রিল ২০২৫; আপডেট: ১৮:৩১, ২ এপ্রিল ২০২৫

বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নিবেন প্রধান উপদেষ্টা

ছবিঃ সংগৃহীত

ষষ্ঠ বিমসটেক সম্মেলনে কাল ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে ডক্টর ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের সম্ভাবনা রয়েছে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান।

তিনি বলেন, এবারের সম্মেলনে ব্যবসা-বাণিজ্য, কৃষি, বিজ্ঞান ও জলবায়ু পরিবর্তনসহ সাতটি গুরুত্বপূর্ণ বিষয় প্রাধান্য পাবে। এছাড়া বিমসটেক সম্মেলনে বিভিন্ন পক্ষের সাথে রোহিঙ্গা প্রত্যাবাসনে কথা বলার চেষ্টাও থাকবে।

সম্মেলনের শেষ দিনে বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া সম্প্রতি প্রধান উপদেষ্টা চীন সফর প্রসঙ্গে ডক্টর খলিলুর বলেন, চীন সফর বাংলাদেশ-ভারতের সাথে বাংলাদেশের কোন নেতিবাচক প্রভাব ফেলবে না। আমাদের আশাবাদী হওয়ার কারণ আছে যে মিটিংটা হতে পারে। যতক্ষণ না পর্যন্ত হচ্ছে, এ বিষয়ে আমরা আগ বাড়িয়ে কিছু মন্তব্য করব না।

ডক্টর খলিলুর আরও বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা বিমসটেকের পরবর্তী প্রধান চেয়ারম্যান। আমরা আশা করছি যে, অন্যান্য সকল সদস্য রাষ্ট্রের শীর্ষ প্রতিনিধি এই সুযোগে তার সঙ্গে বিমস্টেকের আগামী দিনের কাজকর্ম নিয়ে আলোচনা করবে।

সূত্রঃ https://www.youtube.com/watch?v=2iVnRjFoQVs

ইমরান

×