
ছবি: সংগৃহীত
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, শহীদ পরিবারের সদস্যদের বিচার পেতে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। তিনি জানান, শহীদদের প্রতি যে ঋণ রয়েছে তা কখনো শোধ করা সম্ভব নয়, তবে তাদের সঙ্গে সম্পর্ক রক্ষা এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানো গুরুত্বপূর্ণ।
মাহফুজ আলম বলেন, "শহীদদের আত্মত্যাগের ফলেই আজকের বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত সৃষ্টি হয়েছে, যাতে সন্ত্রাস, চাঁদাবাজি, মারপিটের মতো নেতিবাচক সংস্কৃতি কমে আসবে।" তিনি শহীদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরে আরও বলেন, "আমাদের লক্ষ্য হলো সেই স্বপ্নকে বাস্তবায়ন করা, যাতে বাংলাদেশের রাজনীতিতে এসব উগ্রতা না বাড়ে এবং একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরি হয়।"
তিনি শহীদ এবং আহতদের পরিবারের জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং জানান, বিচার প্রক্রিয়া চলমান থাকবে। "আমরা জানি যে, বিচার প্রক্রিয়া অনেক দীর্ঘ সময় নিয়ে সম্পন্ন হয়, তবে আমরা চেষ্টা করছি ট্রাইব্যুনালসহ অন্যান্য মাধ্যমে বিচারকার্য এগিয়ে নিয়ে যেতে।"
মাহফুজ আলম আরও বলেন, "দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় একটি নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন সম্ভব হবে, যেখানে শহীদদের আত্মত্যাগের সঠিক মূল্যায়ন করা হবে।"
তিনি আশা প্রকাশ করেন, "যেখানে শহীদ পরিবার রয়েছে, সেখানে তারা নিরাপদ ও সম্মানিত অবস্থায় থাকবে, এবং আহতরা দ্রুত সুস্থ হয়ে দেশের পুনর্নির্মাণে ভূমিকা রাখবেন।"
শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানিয়ে মাহফুজ আলম বলেন, "আমাদের একমাত্র লক্ষ্য হলো, শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা এবং বাংলাদেশকে একটি উন্নত, শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তোলা।"
আবীর