
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলার কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের হামলায় সাবেক সহ-সভাপতি আব্দুল আলিম বাঘাসহ ১০জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে ৫জনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অন্যান্যেরা হলেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান আনিছ, তার ছোট ভাই সেলিম রেজা, যুবদল সদস্য হাসান আলী, স্বেচ্ছাসেবক দলের ৩নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন ও মোবারক হোসেন। আহতদের মধ্যে যুবদল সদস্য হাসান আলীকে ঢাকায় নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকালে ভর্কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান জানান, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে শাহজাপুর উপজেলা ও জেলা বিএনপি বরাবর লিখিত অভিযোগ করা হয়। উপজেলা বিএনপি তাকে শোকজ করে। এর পর থেকে সাইফুল ইসলাম অভিযোগকারীদের ওপর ক্ষুব্ধ হয়। এছাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল আলিম বাঘাসহ নেতাকর্মীরা প্রতিবাদ করলে তাদের ওপরও ক্ষুব্ধ হন। এরই জেরে মঙ্গলবার রাত সাড় ৮টার দিকে সড়াতৈল গ্রামে অতর্কিত হামলা চালায় সাইফুল ইসলাম ও তার লোকজন। এতে বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হারিছুর রহমান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বাবু ইসলাম/রাকিব