ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

একাই স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি থামিয়ে অভিযোগ, প্রশংসায় ‍ভাসছেন উপদেষ্টা

প্রকাশিত: ১৭:১৫, ২ এপ্রিল ২০২৫; আপডেট: ১৭:১৫, ২ এপ্রিল ২০২৫

একাই স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি থামিয়ে অভিযোগ, প্রশংসায় ‍ভাসছেন উপদেষ্টা

বুধবার দুপুরে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য রাজধানীর খিলক্ষেত, ভাটারা, বাড্ডা, রামপুরা, হাতিরঝিল ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা পরিদর্শন শেষে, বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী গাড়িতে যাওয়ার সময় এক পথচারী গাড়ি আটকে অভিযোগ করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা গাড়ি থামিয়ে ধৈর্য্য নিয়ে তার কথা শুনেন। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। উপদেষ্টাকে প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা।

গাড়ি থামিয়ে অভিযোগকারী ব্যাক্তি বলেন, স্যার ৬০ বছর পর হিন্দু সনাতন ধর্মাবলম্বী লোকেরা একটা মিথ্যা বলতাছে। আমরা ৬০ বছর আগে নিলামে জমি কিনছি স্যার। এ কথা বলে আমাদের উঠাই দিতাছে।

আপনার নাম কি প্রশ্নের জবাবে অভিযোগকারী বলেন, স্যার আমার নাম সৈয়দ মোশাররফ আলী। প্রতিবন্ধী স্কুলের স্বেচ্ছাসেবী শিক্ষক উল্লেখ করে তিনি আরো বলেন, স্যার এই ৬০ বছর হাসিনার সময়ে এসে একটা সুযোগ পাইছে তারা; একটা ভুয়া কেস করছে। ৬০ বছর আগে সরকার আমাদেরকে এই জমি দিয়েছিল।

এখন কারা চাচ্ছে এই জমির ব্যবহার উপদেষ্টার এমন  প্রশ্নের জবাবে মোশাররফ বলেন, ভুয়া কেস করছে সনাতন ধর্মাবলম্বীরা। যখন হাসিনা পাওয়ারে আসছে ১৪ সালে তখনি তারা একটা সুযোগ পেয়েছে । পাকিস্তান আমলে সরকার যে জমিগুলো আমাদের লিজ দিয়েছিল সেটির বিরুদ্ধে এখন তারা একটা কেস সাজাইছে ।

পরবর্তীতে সংশ্লিষ্ট থানার দায়িত্বরত কর্মকর্তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা বিষয়টি দেখার জন্য বলেন।

ফুয়াদ

×