
ছবি: সংগৃহীত
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশে চরমপন্থার কোনো সুযোগ কাউকেই নিতে দেয়া হবে না। তিনি আজ সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে আন্দোলনে নিহত মাসুম মিয়ার কবর জিয়ারত এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার পর একথা জানান।
মাহফুজ আলম বলেন, “বাংলাদেশের রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে, সেজন্য প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। যদি সতর্কতায় কাজ না হয় তাহলে অবশ্যই কঠোর পদক্ষেপ নিতে হবে।” তিনি আরো বলেন, "নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক রূপান্তরের চেষ্টা করছে সরকার।"
তিনি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষায় সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ এবং এই ব্যবস্থাকে সুদৃঢ় করতে সরকার নিরলস কাজ করছে বলেও উল্লেখ করেন। মাহফুজ আলম বলেন, “আগামী দিনে আমরা নিশ্চিতভাবে কাজ করবো যাতে বাংলাদেশের রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা কোনোভাবেই মাথাচাড়া না দিতে পারে।”
আবীর