
ছবি: প্রতীকী
হবিগঞ্জ জেলার লাখাইয়ে পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জিরুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে বলে লাখাই থানার ওসি বন্দে আলী জানান।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের মোচন মিয়ার সঙ্গে একই গ্রামের মোস্তফা মিয়ার দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও টেঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে দুই পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে।
গুরুতর আহত অবস্থায় জহিরুল ইসলাম (৩৫), হৃদয় মিয়া (২৫), সাইফুল (৪৫), অন্তর (১৮) ও নীরবকে (২০) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার জন্য বাকি আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মো. মামুন চৌধুরী/রাকিব