ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

পঞ্চাশ কিলোমিটারেই পারদের পার্থক্য

তাহমিন হক ববী, স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ১৫:২৯, ২ এপ্রিল ২০২৫; আপডেট: ১৫:৩১, ২ এপ্রিল ২০২৫

পঞ্চাশ কিলোমিটারেই পারদের পার্থক্য

ছবি: সংগৃহীত

রীতিমত আবহাওয়ার খেয়ালিপনা। চৈত্রের সকালেও নীলফামারীর ডিমলা উপজেলায় দেখা গেছে কুয়াশা। আজ বুধবার (২ এপ্রিল) আবহাওয়া অফিস বলছে সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই ডিমলায় ১৬ ডিগ্রি সেলসিয়াল। আবার এই জেলার ডিমলা থেকে ৫০ কিলোমিটার ফারাকের দূরত্বে সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ ডিগ্রি সেলসিয়াস। পাথর্ক্য দাঁড়িয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। আবার নিয়ম অনুযায়ী গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ডিমলায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সৈয়দপুরে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

অপরদিকে বিভাগীয় শহর রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৭ ও দিনাজপুরে ৩৬.৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। আজ বুধবার তাপমাত্রা আরও বাড়বে বলে জানান সৈয়দপুর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হাকিম। তার কথার সূত্র ধরে দেখা যায় বেলা যতই বাড়ছে কড়া রোদের তেজে নাজেহাল হচ্ছে জনজীবন। বইছে গরম বাতাস। বেড়েছে কোমল পানির চাহিদাও।

ডিমলার চরখড়িবাড়ি এলাকার ইসমাইল হোসেন জানান সকাল সাড়ে ৭টার দিকে দেখা যায় কুয়াশা জড়ানো প্রকৃতি। আকাশে দেখা গেছে মেঘও। চৈত্রের শেষ সময়ে সকালে এমন কুয়াশা দেখে অবাক হয়েছেন অনেকে।  

এদিকে আবহাওয়া অফিস জানাচ্ছে উত্তরাঞ্চলের রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোসহ ১১টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব এলাকা থেকে তাপপ্রবাহ কমতে পারে বলেও জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের উত্তর-পূর্বাঞ্চলের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া রাজশাহী বিভাগসহ রংপুর বিভাগের দিনাজপুর, সৈয়দপুর এবং খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। আবহাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার ৩ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (০৪ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার (০৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রবিবার (০৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সেই সাথে আগামী পাঁচদিনের শেষের দিকে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবীর

×