
ছবি: সিরাজগঞ্জে গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা হেদায়েতুল ইসলাম রেজা
সিরাজগঞ্জের হাটিকুমরুল থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুট মামলায় সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজাকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার (২ এপ্রিল) সকালে বড় ভাইয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, গত ৫ আগস্ট সলঙ্গা থানায় হামলা ও হাটিকুমরুল হাইওয়ে থানায় হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় দায়েরকৃত দুটি মামলার এজাহারনামীয় আসামী আলম রেজা।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল ইউনিয়নের আকন্দপাড়া এলাকায় তার ভাইয়ের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
বাবু ইসলাম/রাকিব