
ছবি: সংগৃহীত
প্রধান উপদষ্টার সিনিয়র সহকারী সচিব ফয়েজ আহম্মদ বলেছেন, ভারতের সংবাদকে আমি সংবাদ বলছি না, তথ্য প্রকাশ হয়েছে মিথ্যা-গুজব। এরকম ফেইক নিউজ প্রচার হয়েছে, সেগুলোকে আমাদের মোকাবেলা করতে হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে তাদের কোন ষড়যন্ত্রই আর টিকবে না।
লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ফয়েজ আহম্মদ।
ধীরে ধীরে মিথ্যা-গুজবের সংখ্যা কমেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘দেশি অথবা বিদেশি গণমাধ্যমে, বিশেষ করে বিদেশি গণমাধ্যমে গুজব কমে আসার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে মফস্বলের সাংবাদিকরা। আপনাদের (মফস্বল সাংবাদিক) দায়িত্বশীল সাংবাদিকতা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বড়ধরনের ভূমিকা রেখেছে।’
অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করার পর মানুষের আকাশচুম্বী প্রত্যাশা ছিলো জানিয়ে তিনি বলেন, ‘সরকারের সীমাবদ্ধতা ও অভিজ্ঞতার কারণে প্রত্যাশা পূরণে ঘাটতি ছিলো। সে কথা প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টারা অপকটে স্বীকারও করেছেন। তবে সরকারের সেই ভূল ত্রুটি ও সীমাবদ্ধতা প্রতিনিয়তই সংশোধন করে এখন নতুন বাংলাদেশ বিনির্মাণ বর্তমান সরকারের লক্ষ্য।’
রাকিব