ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

রোহিঙ্গাদের জন্য বিশাল খাদ্য সহায়তা পাঠালো যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১৪:৩৭, ২ এপ্রিল ২০২৫

রোহিঙ্গাদের জন্য বিশাল খাদ্য সহায়তা পাঠালো যুক্তরাষ্ট্র

ছবি সংগৃহীত

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্র থেকে ১৭ হাজার মেট্রিক টন জরুরি খাদ্য সহায়তা চট্টগ্রামে পৌঁছেছে। বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) মাধ্যমে এই খাদ্য সহায়তা বিতরণ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস।

মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই খাদ্য সহায়তা মিয়ানমার থেকে পালিয়ে আসা এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গার জন্য জরুরি সহায়তার অংশ। তারা বর্তমানে মানবিক সংকটের মুখে রয়েছে এবং এই সহায়তা তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়।

যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে আরও জানানো হয়েছে, “রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করতে, আমরা অন্যান্য দাতা দেশ ও আন্তর্জাতিক অংশীদারদেরও এগিয়ে আসার আহ্বান জানাই।”

আশিক

×