
ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল স্থানীয় থানা পরিদর্শন করেন। এ সময় তিনি ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দেন। থানা কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, "আইনশৃঙ্খলা রক্ষায় আপনাদের নিরলস প্রচেষ্টা সত্যিই প্রশংসার দাবিদার। ঈদের ছুটিতেও আপনাদের এই পরিশ্রম জাতির জন্য অনুকরণীয়।"
থানার পরিকাঠামো উন্নয়ন সম্পর্কে উপদেষ্টা বলেন, "বর্তমান অবস্থা সন্তোষজনক হলেও কিছু চ্যালেঞ্জ রয়েছে। আমরা ভাড়াটিয়া ভবনে থানা পরিচালনার অসুবিধা দূর করতে নিজস্ব স্থায়ী স্থাপনা গড়ে তুলতে কাজ করছি। এ লক্ষ্যে আফতাবনগরে নতুন থানা ভবন নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।"
দেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, "গত ৫ আগস্টের পর থেকে আমরা কোনো জঙ্গিবাদী কর্মকাণ্ড লক্ষ্য করিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমাগত উন্নতির দিকে। তবে এ ক্ষেত্রে আমরা কোনো রকম শিথিলতা দেখাব না।"
হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়া সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেন, "আমরা আইজি লেভেলে একটি বিশেষ কমিটি গঠন করেছি। আমাদের লক্ষ্য হলো কোনো নিরপরাধ ব্যক্তি যেন ক্ষতিগ্রস্ত না হয়। কেবল প্রমাণিত অপরাধীদের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
স্থানীয় সমস্যা সমাধানে উপদেষ্টা সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন। তিনি বলেন, "ক্ষুদ্রাতিক্ষুদ্র সমস্যাও আমাদের নজর এড়াবে না। জনগণের চলাচল ও নিরাপত্তায় যেকোনো বিঘ্ন ঘটলে তা দ্রুত সমাধান করা হবে। আমরা এ ব্যাপারে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।"
পরিদর্শন শেষে তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার আশাবাদ ব্যক্ত করেন। উপদেষ্টা বলেন, "সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।"
আঁখি