
ছবি সংগৃহীত
রাজধানীর বিভিন্ন থানায় গিয়ে পুলিশ সদস্যদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “পুলিশ সদস্যরা নির্ঘুম থেকে কাজ করেছেন বলেই সাধারণ মানুষ শান্তিতে ঈদ উদযাপন করতে পেরেছে।”
বুধবার (০২ এপ্রিল) ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে তিনি রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শন করেন। এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকার প্রশংসা করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ঈদের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের ছুটি বাতিল করা হয়েছিল। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন। তাদের কঠোর পরিশ্রমের কারণেই দেশজুড়ে ঈদ নির্বিঘ্নে উদযাপন সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, “জঙ্গিসহ কোনো ধরনের সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না। তবে নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সজাগ থাকতে বলা হয়েছে।”
আশিক