ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

লি‌বিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার

প্রকাশিত: ১২:১৬, ২ এপ্রিল ২০২৫

লি‌বিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার

ছবি সংগৃহীত

লিবিয়ার মিসরাতা শহরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অভিযান চালিয়ে ২৩ জন অপহৃত বাংলাদেশিকে উদ্ধার করেছে। এ সময় অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মিসরাতার আল-গিরান থানায় বেশ কয়েকজন বিদেশিকে অপহরণ ও মুক্তিপণ দাবিতে নির্যাতনের অভিযোগের ভিত্তিতে সিআইডি তদন্ত শুরু করে। পরে অভিযানের মাধ্যমে ২৩ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয় এবং দুই অপহরণকারীকে গ্রেপ্তার করে আল-গিরান থানায় হস্তান্তর করা হয়।

আশিক

×