ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

বিমসটেক সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ১২:১১, ২ এপ্রিল ২০২৫

বিমসটেক সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত

বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংকক যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দক্ষিণ এশিয়ার এই গুরুত্বপূর্ণ আঞ্চলিক ফোরামের সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

 

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। এই সফরে তারা বাংলাদেশের আঞ্চলিক সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবেন।

 

উল্লেখ্য, বিমসটেক (বিমস্টেক) বা বঙ্গোপসাগরীয় বহুক্ষেত্রীয় প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা সংস্থা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশের একটি আঞ্চলিক জোট। এই সংস্থার সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটান।

আঁখি

×