
শহীদ শাহরিয়ার হোসেন আলভীর বাবা আবুল হাসান
জুলাইয়ের শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন যে, তাদের বিচারের নামে মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে। সাত মাস পার হলেও এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি বলে জানিয়েছেন শহীদ শাহরিয়ার হোসেন আলভীর বাবা আবুল হাসান।
তিনি বলেন, "বিচার প্রক্রিয়া বলতে যদি আমরা প্রকৃত বিচারের কথা বলি, তাহলে দেখতে পাই ২০০০-এরও বেশি মায়ের সন্তানকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। যেখানে আন্তর্জাতিক মানবাধিকার ও সিআরপি লঙ্ঘন করা হয়েছে। কিন্তু সাত মাস পেরিয়ে গেলেও আমরা কোনো বিচার দেখতে পাচ্ছি না। বরং বিচারের নামে প্রহসন চলছে, শহীদ পরিবারগুলোকে শুধু মিথ্যা আশ্বাস দিয়ে ভুলিয়ে রাখা হচ্ছে।"
তিনি আরও বলেন, "ছোটবেলায় আমরা যে ঘুম পাড়ানির গল্প শুনতাম, এখন আমাদের সেই গল্প শুনিয়ে রাখা হচ্ছে। গত দুই মাসে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা থেকে শুরু করে আইন উপদেষ্টাসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ১৫ দিন পর পর বৈঠক করেছি। কিন্তু এখনো পর্যন্ত কোনো বিচার হয়নি। আসামিরা গ্রেপ্তারই হয়নি, তাহলে কার বিচার হবে?"
তিনি জানান, "আমার মামলাটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে রয়েছে। কিন্তু আজ পর্যন্ত আমার সন্তানের ওপর কে গুলি চালিয়েছে, সেটাই শনাক্ত করা সম্ভব হয়নি। প্রতিটি মামলার বিচার প্রক্রিয়া একই জায়গায় থেমে আছে। সরকার আসলে কোনো বিচার করছে না, শুধু আশ্বাসের নামে প্রহসন চালিয়ে যাচ্ছে।"
আশিক