ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

বাংলাদেশে বিনিয়োগের অঙ্গীকার ৩০ চীনা কোম্পানির

প্রকাশিত: ০৮:৩৩, ২ এপ্রিল ২০২৫; আপডেট: ০৮:৩৫, ২ এপ্রিল ২০২৫

বাংলাদেশে বিনিয়োগের অঙ্গীকার ৩০ চীনা কোম্পানির

ছবি : সংগৃহীত

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশে বিদেশী বিনিয়োগের চিত্র ম্লান হলেও চীন এক্ষেত্রে ব্যতিক্রমী ভূমিকা রাখছে। সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের চীন সফরে প্রায় ৩০টি শীর্ষস্থানীয় চীনা কোম্পানি বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগের অঙ্গীকার করেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং চীনা উদ্যোক্তাদের উৎসাহিত করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।

 

 

বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, গত কয়েক অর্থবছরে বিদেশী বিনিয়োগের পরিমাণ নিতান্তই নগণ্য ছিল। চলতি অর্থবছরে মাত্র ২১ কোটি ডলার বিদেশী বিনিয়োগ প্রাপ্তি এই সত্যই তুলে ধরে। এমন বাস্তবতায় চীনের এই বিনিয়োগ অঙ্গীকার বাংলাদেশের জন্য এক সুবর্ণ সুযোগ বয়ে এনেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই বিনিয়োগ বাংলাদেশকে উৎপাদন ও রপ্তানির আঞ্চলিক কেন্দ্রে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চীনের পক্ষ থেকে আসছে ২.১ বিলিয়ন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রস্তাব। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, যা বাংলাদেশের উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে সহজে পৌঁছে দিতে সহায়ক হবে। এছাড়াও যৌথ বিনিয়োগ এবং প্রযুক্তি হস্তান্তরের বিষয়েও চীনের আগ্রহ দেখা যাচ্ছে।

 

 

তবে এই বিনিয়োগের কিছু চ্যালেঞ্জও রয়েছে। অর্থনীতিবিদরা সতর্ক করে দিচ্ছেন যে, যদি উৎপাদনের সম্পূর্ণ কাঁচামাল বিদেশ থেকে আমদানি করা হয় এবং শুধু প্রক্রিয়াকরণ বাংলাদেশে হয়, তবে স্থানীয় অর্থনীতিতে এর প্রভাব সীমিতই থেকে যাবে। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ট্যাক্স ছাড়ের সুবিধা সরকারের রাজস্ব আয় কমিয়ে দিতে পারে।

 

 

চীনের এই উদ্যোগ অন্য দেশগুলোর জন্যও একটি ইতিবাচক সংকেত বয়ে আনতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, এটি জাপান, দক্ষিণ কোরিয়া এবং অন্যান্য বিনিয়োগকারী দেশগুলোকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে পারে। দেশীয় উদ্যোক্তাদের মতে, বিনিয়োগবান্ধব নীতি অব্যাহত রাখলে বাংলাদেশ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ গন্তব্যে পরিণত হতে পারে।

সূত্র:https://youtu.be/LKYglQ7ye3Q?si=lP04P2gsYmBraD89

 

আঁখি

×