ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

বিএনপি চায় সবার আগে হাসিনার বিচার: এ্যানি চৌধুরী

প্রকাশিত: ০৩:৫৮, ২ এপ্রিল ২০২৫

বিএনপি চায় সবার আগে হাসিনার বিচার: এ্যানি চৌধুরী

ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী দিনে সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। তিনি আরও বলেন, বিএনপি অতীতে কোনো অত্যাচার বা নির্যাতনের কাছে মাথা নত করেনি এবং ভবিষ্যতেও তা করবে না।

আজ মঙ্গলবার (১ মার্চ) রামগঞ্জ উপজেলার নারায়নপুর এলাকায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লাকে তার বাড়িতে দেখতে গিয়ে এ্যানি এসব কথা বলেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে সমবেদনা জানান।

এ্যানি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল ভেদাভেদ ভুলে যে ঐক্যের ডাক দিয়েছেন, তা হবে ইস্পাত সুদৃঢ় ঐক্য। ঐক্য ধারণ করে আগামী দিনগুলোতে আন্দোলন, সংগ্রাম ও লড়াই চালিয়ে যেতে হবে। বিএনপি ক্ষমতার রাজনীতি করে না, বরং দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, স্বৈরাচার পতনের আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, তবে বিএনপি চায় সবার আগে হাসিনার বিচার। গত ১৬ বছর ধরে হাসিনার অন্যায়ের বিরুদ্ধে বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে, লড়াই করেছে এবং কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। ভবিষ্যতেও তা করবে না।

এ্যানি বলেন, জুলাই আন্দোলনে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছে। তবে, এত কিছু সত্ত্বেও হাসিনার বিচার শুরু হয়নি। বিচার দাবি বারবার করা হচ্ছে। আগামী দিনগুলোতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যেতে হবে।

স্বৈরাচার হাসিনা পতনের আন্দোলনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও তার পরিবারের সাহসী ভূমিকার কথা উল্লেখ করেন এ্যানি। তবে, সম্প্রতি আজিজুর রহমান বাচ্চু মোল্লার সাথে যে ধরনের ঘটনা ঘটেছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এটি কাম্য নয়, বলেও তিনি জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা মাহাবুবুর রহমান প্রমুখ। 

আসিফ

আরো পড়ুন  

×