
ছবিঃ সংগৃহীত
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেন, অনেকের কাছ থেকে শুনি বিএনপি'র নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করে ৷ এমনকি আমার নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজির চেষ্টা করলে তাকে প্রথমে উত্তম-মাধ্যম দিয়ে থানায় দিবেন ৷
মঙ্গলবার (০১ এপ্রিল) বিকালে দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের গয়েশপুরের নিজ গ্রামের বাড়ী "শান্তির নীড়" বাসভবনে নেতা-কর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন৷
উপজেলা বিএনপি আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়ার সভাপতিত্বে ড.খন্দকার মারুফ হোসেন আরও বলেন, যারা বিএনপি'র নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজিসহ কোন ধরনের অপকর্মের সাথে জড়িত থাকেন, সেই অপকর্মকারী ব্যক্তিদের ডান্ডাবেড়ি পড়িয়ে কারাগারে পাঠানো হবে ৷
ড.মারুফ হোসেন বলেন, কেউ যদি ভেবে থাকেন যা ইচ্ছা তা করে যাবেন,তাহলে যা ইচ্ছা তাই করা ব্যক্তিদের সবচেয়ে বড় পরিণাম হবে বিএনপি থেকে বহিষ্কার ৷
এসময় উপস্থিত ছিলেন, পৌর জাসাসের আহ্বায়ক মোল্লা সোহেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল মিয়াসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ৷
ইমরান