
ছবি: সংগৃহীত
ফেসবুকে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে, “২ মাসের ভিতর নির্বাচন দিতে ড. ইউনুসকে কঠোর হুশিয়ারি দিলেন মির্জা ফখরুলের ছেলে।” সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এ ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। হাজার হাজার শেয়ার ছাড়াও কয়েক মিলিয়ন ভিউ হয়েছে ভিডিওটির।
তবে প্রকৃত তথ্য হলো, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো ছেলে সন্তান নেই। তিনি দুই কন্যা সন্তানের জনক—বড় মেয়ে মির্জা সামারুহ ও ছোট মেয়ে মির্জা সাফারুহ।
ভিডিওতে যাকে বক্তব্য দিতে দেখা গেছে, তিনি নিজেকে মির্জা ফখরুলের ছেলে বলে কখনো দাবি করেননি। বরং ভিডিওর ক্যাপশনের কারণেই বিষয়টি ভাইরাল হয়েছে। বিভ্রান্তিকর এই তথ্য অনেকেই সত্য বলে গ্রহণ করেছেন এবং তা দ্রুত ছড়িয়ে পড়েছে।
রিউমর স্ক্যানারের বিশ্লেষণে দেখা গেছে, ভিডিওতে থাকা ব্যক্তির নাম হিরো জাহিদ খান। বিভিন্ন ভিডিওতে তিনি নিজেকে এ নামেই পরিচয় দিয়ে থাকেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায়, এবং তিনি দাবি করেছেন যে তার মা-বাবা গ্রামেই থাকেন।
আসিফ