ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

ওরা এখানে ছিলই না, গুম করে ভারতের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে: মাহফুজ আলম

প্রকাশিত: ২৩:২৭, ১ এপ্রিল ২০২৫; আপডেট: ২৩:২৮, ১ এপ্রিল ২০২৫

ওরা এখানে ছিলই না, গুম করে ভারতের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে: মাহফুজ আলম

আওয়ামী লীগের আমলে গুমের শিকার অনেককেই ভারতে পাচার করা হয়েছে। গুম কমিশনের এমন তথ্যের বরাতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানান, ভারতের কারাগারে থাকা ব্যক্তিদের তথ্য সংগ্রহে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

তিনি বলেন, "শেখ মুজিব হত্যার বিচারের নামে র‍্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে দিয়ে গুম করাতো হাসিনা। অনেককে গুম করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওরা এখানেই ছিলই না। আসলে কেউ কেউ ভারতের কারাগারে ছিল।"

ঈদ উপলক্ষে গুম, খুনের শিকার পরিবারের সাথে মায়ের ডাকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।গণহত্যায় জড়িত আওয়ামী লীগ নেতাদের নিরাপদে বসবাসের ব্যবস্থা করায় ভারতের প্রতি ক্ষোভ জানিয়েছেন মাহফুজ আলম। তিনি বলেন, "আওয়ামী লীগ কোন দল নয়, বাংলাদেশের শত্রু। তাদের সাপোর্ট দিয়ে ভারত প্রতিবেশীদের মর্যাদা নষ্ট করেছে।"

তিনি আরো বলেন, "নির্বাচন ও সুষ্ঠু ভোট ব্যবস্থাকে জাদুঘরে পাঠানোর জন্যই গুম খুনে মেতে ওঠে শেখ হাসিনা।"এসময় গুমের শিকার পরিবার তাদের স্বজনদের স্বীকৃতির দাবী জানান। সেই সাথে কার নির্দেশে এবং কাদের মাধ্যমে গুম হয়েছে তা প্রকাশ করার দাবিও জানান স্বজনরা।

মাহফুজ আলম জানান, "অনেককে গুম করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওরা এখানেই ছিলই না। আসলে কেউ কেউ ভারতের কারাগারে ছিল। আমরা আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে তথ্য নিয়েছি। ওখানে কারাগারে অনেকেই ছিলেন। এখান থেকে তাদেরকে পাচার করে দেওয়া হয়েছে ভারতে।"

তিনি বলেন, "আসলে আমাদের বাংলাদেশে একটা এমন একটা ব্যবস্থা চালু হয়েছিল, যেটা আসলে একটা যুদ্ধ অবস্থার মত। যে এখানে যারাই রাজনৈতিক বিরোধিতা করতেছে, তাদেরকেই সন্ত্রাসী, জঙ্গী, অগ্নিসন্ত্রাসী আরো অনেক ট্যাগ দিয়ে তাদেরকে গুম করাটা, তাদেরকে তাদের স্বজনদেরকে আতঙ্কগ্রস্ত রাখাটাকে একটা স্বাভাবিক করে তোলা হয়েছিল যে, ওরা যেহেতু সন্ত্রাসী, ওদেরকে মারাই যায়।"

সূত্র:https://tinyurl.com/2s39w2da

আফরোজা

×