ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

শিশিরের নেতৃত্বে কবর জিয়ারত ও ঈদ উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৬, ১ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:২০, ১ এপ্রিল ২০২৫

শিশিরের নেতৃত্বে কবর জিয়ারত ও ঈদ উদযাপন

ছবিঃ সংগৃহীত

কুমিল্লায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ছাত্র আন্দোলনে নিহতদের কবর জিয়ারত ও পরিবারগুলোর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশিরের নেতৃত্বাধীন প্রতিনিধি দল।

আজ মঙ্গলবার (১ এপ্রিল ) জেলার বিভিন্ন স্থানে এ কার্যক্রমে শিশিরের নেতৃত্বে অংশ নেন এনসিপির কুমিল্লা নাঙ্গলকোট ও লালমাই উপজেলার নেতাকর্মীরা।

গত বছরের ৩০ জুলাই আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বিচারে গুলিতে নিহত শহীদ কাজী আশ্রাফ আহমেদ রিয়াজের কবর এনসিপি নেতা শিশিরের নেতৃত্বে জিয়ারত করেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে তাদের পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এ সময় শহীদদের পরিবার আবেগাপ্লুত হয়ে পড়েন ও নতুন বাংলাদেশে তাদের সন্তান হত্যার বিচার চান।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির এসময় গণমাধ্যমকে বলেন, ছাত্রজনতার বিজয়ে, ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশে আপামর জনসাধারণ কাঁধে কাঁধ মিলিয়ে এবারই প্রথম ঈদ উদযাপন করলো। যা বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। শহীদের রক্তের বিনিময়ে আজ দেশ স্বৈরাচারের হাত থেকে কলঙ্কমুক্ত। আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণতন্ত্রের পক্ষের সকল শক্তিকে একসাথে মিলে আগামী নির্বাচনে কাজ করতে হবে।

কর্মসূচিতে এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ কুমিল্লার ছাত্র নেতা নাঙ্গলকোট উপজেলার এনসিপির সংগঠক আরিফ হোসাইন, ছাত্র নেতা মীর মাহাদি, ছাত্র নেতা রাজু, ছাত্র নেতা রাকিব মিয়াজি, কবির হোসেন রুমন,জাহিদুল ইসলাম ফারাবী, রাকিব,ফারুকসহ শহীদের আত্মীয়স্বজনরাসহ সাধারণ জনগণ।

ইমরান

×