ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

যে কারণে থানায় জিডি করলেন অসাধু ব্যবসায়ীদের ঘুম হারাম করা ভোক্তা অধিকারের আলোচিত কর্মকর্তা

প্রকাশিত: ১৮:৩৭, ১ এপ্রিল ২০২৫; আপডেট: ১৮:৩৮, ১ এপ্রিল ২০২৫

যে কারণে থানায় জিডি করলেন অসাধু ব্যবসায়ীদের ঘুম হারাম করা ভোক্তা অধিকারের আলোচিত কর্মকর্তা

ছবিঃ সংগৃহীত

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা অঞ্চলের পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল, যিনি বাজারে অতিরিক্ত দাম ও ভেজাল পণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিরলসভাবে কাজ করছেন, সম্প্রতি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তার বিরুদ্ধে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ও পেজ খোলা হয়েছে, যার মাধ্যমে তার নাম এবং ছবি ব্যবহার করা হচ্ছে।

এই বিষয়ে তিনি তেজগাঁও থানায় একটি জিডি করেছেন এবং তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করে সবার কাছে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সোমবার (৩১ মার্চ) তিনি তার ফেসবুক পেজে একটি পোস্ট করেন, যাতে তিনি ভুয়া অ্যাকাউন্ট ও পেজের স্ক্রিনশট শেয়ার করেছেন এবং সবাইকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করেছেন।

পোস্টে তিনি জানিয়েছেন, "এ বিষয়ে একটি জিডি করা হয়েছে (জিডি নম্বর: ১৬৯৯, তারিখ: ৩১ মার্চ ২০২৫)।" পোস্টের শেষে তিনি ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন। তিনি লিখেছেন, "তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মোবারক।"

বর্তমানে তিনি ভোক্তা অধিকার সংরক্ষণের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে রেখেছেন। তার এসব উদ্যোগের কারণে তিনি ব্যাপক প্রশংসিত হয়েছেন।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/1VYymEdNRG/

মারিয়া

×