
ছবি : সংগৃহীত
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সাম্প্রতিক মন্তব্য নিয়ে ভারতজুড়ে ব্যাপক সমালোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার এই বক্তব্যকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
গত মাসের শেষ সপ্তাহে চীন সফরকালে ড. ইউনুস বলেছিলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য সম্পূর্ণরূপে স্থলবেষ্টিত এবং সমুদ্রের সঙ্গে তাদের কোনো সংযোগ নেই। তিনি আরও দাবি করেন, "আমরাই (বাংলাদেশ) এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক।"
এ মন্তব্যের জবাবে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বিনয় সিক্রি ড. ইউনুসের বক্তব্যকে "অত্যন্ত অদ্ভুত" আখ্যা দিয়েছেন। তিনি বলেন, "তিনি (ইউনুস) এমন মন্তব্য করার কোনো অধিকার রাখেন না।" সিক্রি স্পষ্ট করে উল্লেখ করেন যে, উত্তর-পূর্ব ভারতের বঙ্গোপসাগরে প্রবেশাধিকার নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের ইতিবাচক আলোচনা ও চুক্তি রয়েছে।
তিনি আরও বলেন, "আমি বাংলাদেশকে একটি বিষয় পরিষ্কারভাবে বলতে চাই, যদি তারা উত্তর-পূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগ দেওয়ার ব্যাপারে আগ্রহী না হয়, তাহলে তারা জলপথের অধিকার হিসেবে কোনো দাবি করতে পারে না। তাই তাদের এ বিষয়টি স্পষ্টভাবে বুঝে নেওয়া উচিত এবং কোনো ভুল ধারণা পোষণ করা উচিত নয়। আমাদের এই বিবৃতির নিন্দা করা উচিত।"
এই ঘটনায় দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তাপ সৃষ্টি হয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আঁখি